
বন্ধুগণ,
গত ২৮, ২৯, ৩০, ৩১ মার্চ ও আজকে ১লা এপ্রিল এই ৫ দিন মিলে এখন পর্যন্ত সংগৃহিত টাকার পরিমান ২৯৫, ৮৫০ (দুই লক্ষ পচানব্বই হাজার ৮শত ৫০) টাকা।
এবং ব্যয়িত টাকার পরিমান ১৪,৫০০ (চৌদ্দ হাজার ৫শত)
সুত্র : Rafiqul Ranju । যে Exel Sheet এ হিসাব মেইন্টেন করা হয় এখানে তার স্ক্রিনশট যুক্ত করা হল। আপনাদের নিয়মিত আপডেট জানানো হবে।
মাত্র ১৪,০০০/ টাকা বিতরণ করা হয়েছে!!!
এটা মনে হয় আপডেট করা হয় নয় নি।
বিতরণের চিত্র পাবলিক করা না গেলে অনুদানকারী সংখ্যা বাড়ানো যাবে না।